![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/15/juan-laporta-150921-01.jpg/ALTERNATES/w640/juan-laporta-150921-01.jpg)
শীতকালীন দলবদলে শক্তি বাড়াবো: বার্সা সভাপতি
চলতি মৌসুমে ছন্দহীন বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। মাঠের বাইরে ক্লাবটির কর্মকাণ্ডেও ক্ষুব্ধ সমর্থকরা। দুঃসময়ে তাদের আশার আলো দেখালেন সভাপতি হুয়ান লাপোর্তা। আসছে শীতকালীন দলবদলে ক্লাবের শক্তি বাড়ানোর আশ্বাস তার কন্ঠে। এমন দুঃসময়ের মধ্যে থাকলেও লাপোর্তা দাবি করলেন, সঠিক পথেই আছে দল। গত বুধবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায় নেয় বার্সেলোনা। নেমে যায় ইউরোপা লিগে।
এর আগে সবশেষ বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ২০০০-০১ আসরে। এসি মিলান ও লিডস ইউনাইটেডের পেছনে থেকে তৃতীয় হয়ে উয়েফা কাপে (এখনকার ইউরোপা লিগ) নেমে গিয়েছিল কাতালান ক্লাবটি।গ্রীষ্মের দলবদলে ক্লাবের আর্থিক দৈন্যতা ও লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে'র কারণে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।