‘সবসময় সবকিছুর জন্ম হয় না, ‘মুনিয়া রে মুনিয়া’র জন্মটা আমার কাছে একটু অন্যরকম। ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের পর সম্পূর্ণ আত্মতৃপ্তির একটি গান এটি’- আসিফ আকবরের নতুন গান ‘মুনিয়া রে মুনিয়া’ নিয়ে এভাবেই নিজের অনুভুতি ব্যক্ত করলেন গানটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।
আসিফ আর ইথুন বাবুর গানের বোঝাপড়া সবসময় একটু আলাদা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় তৈরি হয়েছে এই গান।