‘তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতার হরিণ চাই’
আওয়ামী লীগের ক্ষমতায় থাকা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতার হরিণ চাই’ নীতির মতো। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশে দেশে প্রতিটি মানুষের মানবাধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ প্রতিবছর মানবাধিকার দিবস পালন করে মানুষকে মানবাধিকারে উদ্বুদ্ধ করার জন্য। আর বাংলাদেশ সরকারের নীতি হলো, ‘তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতার হরিণ চাই’। যার টার্গেট হলো, তার বিরুদ্ধে যেন কোনো আওয়াজ না হয় এবং যেন কেউ কথা বলতে না পারে। জাতিসংঘ, বিশ্বের নাগরিক সমাজ, সুশীল সমাজ কে কী বলল তাতে এই সরকারের কিছু যায় আসে না। তার যায় আসে একটই যে, তাকে ক্ষমতায় থাকতে হবে।’