You have reached your daily news limit

Please log in to continue


সর্ম্পক ভালো রাখতে করণীয়

প্রেমে পড়া এক অন্যরকম সুখানুভূতি। একে অপরের জন্য আকাঙ্ক্ষা, খুনসুটি আর অভিমান মিটিয়ে নেয়া –এগুলো প্রেমকে এক আনন্দদায়ক যাত্রায় পরিণত করে। একটি সম্পর্ক সুখী এবং পরিপূর্ণ করার জন্য প্রচুর প্রচেষ্টা, ত্যাগ, সমঝোতার প্রয়োজন হয়। আপনি যদি এমন কোনো সম্পর্কের মধ্যে থাকেন যা আপনি কখনও শেষ করতে চান না, তবে আপনার জন্য রয়েছে কয়েকটি পরামর্শ-

সঙ্গীকে কখনই অসম্মান করবেন না: প্রত্যেকের কোনো না কোনো দুর্বলতা থাকে। তাদের সেই দুর্বলতা সুযোগ নেবেন না। এমন কোনো আচরণ করবেন না যাতে, আপনার দ্বারা বার বার আঘাত পেতে থাকে। বরং সুযোগ পেলে সঙ্গীর প্রশংসা করুন এবং সে যে আপনার কাছে মূল্যবান সেটা তাকে অনুভব করতে দিন। সমালোচনা থেকে বিরত থাকুন। সঙ্গীর ইতিবাচক দিকগুলোতে নজর দিন। একে অপরের প্রতি স্নেহশীল থাকুন যেমনটা প্রথম সাক্ষাতে ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন