রথ দেখা এবং কলা বেচা- যেন একসঙ্গে দুটিই চলছিল ব্রিসবেনে গ্যাবা স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার গ্যাবা টেস্টের তৃতীয় দিনের যখন খেলা চলছিল, তখন গ্যালারিতে চলছিল প্রেম নিবেদনের কাহিনী। অস্ট্রেলিয়ান বান্ধবীকে প্রেম নিবেদন করছেন ইংল্যান্ডের প্রেমিক। দিলেন বিয়ের প্রস্তাব।
মুচকি হেসে সানন্দে সেই প্রস্তাবে ‘হ্যাঁ’ও বলে দিলেন বান্ধবীটি। গ্যাবায় প্রথম টেস্টের তৃতীয় দিনের তখন প্রথম সেশনে ড্রিঙ্কস ব্রেক চলছে। হঠাৎই এক চ্যানেলের ক্যামেরা ধরল এক ইংল্যান্ড সমর্থকের ওপর। যার নাম, রব। হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বান্ধবীকে। সেই বান্ধবী আবার অদ্যোপান্ত অস্ট্রেলিয়ার সমর্থক। প্রেম নিবেদনের এমন দৃশ্য ততক্ষণে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও দেখানো হচ্ছে।