খানাখন্দে ভরা, ভোগান্তির নেই শেষ
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার স্থাপনের কাজ শুরু হবে। এ জন্য সরানো হচ্ছে গ্যাস লাইনের পাইপ। সড়কের এক পাশে চলছে খোঁড়াখুঁড়ি। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক। আবার সড়কের যেটুকু অংশ আছে, সেটিও খানাখন্দে ভরা। এ কারণে ব্যাহত হচ্ছে গাড়ি চলাচল, যানজটে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের।দুর্ভোগের এই চিত্র চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড়ের।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে ভোগান্তি শুধু এই মোড়েই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়েছে পুরো শেখ মুজিব সড়কে। গত বুধ ও গতকাল শুক্রবার সরেজমিন এই চিত্র দেখা গেছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাস লাইনের কাজ শেষ হলে পানির লাইনের কাজ শুরু হবে। এ কারণে দুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে।