![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F12%2F11%2Ffarhan.jpg%3Fitok%3Dc9allENX)
লেগুনা চালানো শিখে আলোচনায় ফারহান!
এনটিভি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১৩:২৫
মুশফিক আর ফারহান এখন ছোট পর্দার পরিচিত মুখ। রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করলেও নাটকে পরিচয় পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। বলেছিলেন, শুরুতে এমনও সময় গেছে দৃশ্যে সুযোগ পেতে বসে থাকতে হয়েছে মধ্যরাত অবধি। তবে চলতি বছর বেশ কিছু কাজ করে আলোচনায় আছেন মুশফিক আর ফারহান।
গেল পবিত্র ঈদুল আজহায় মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘সুইপার ম্যান’ নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে নাড়া দিয়েছিলেন তিনি। সম্প্রতি লেগুনা ড্রাইভারদের জীবনের গল্প নিয়ে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত মাহমুদ মাহিন পরিচালিত নাটক ‘পাগল তোর জন্য’। তাঁর সঙ্গে পোশাককর্মীর চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।