শ্রম বাজারের চাহিদা পূরণ করতে পারছে না বিটাক

প্রথম আলো প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১১:০৪

উদ্যোক্তারা বছরের পর বছর ধরে কলকারখানায় কাজ করার মতো দক্ষ জনবল না পাওয়ার কথা বলে আসছেন। অথচ কলকারখানায় কাজ করার জন্য দক্ষ জনবল গড়ে তুলতে দেশে প্রায় ৫০ বছরের পুরোনো যে প্রশিক্ষণ সংস্থা রয়েছে, সেটি ঠিকমতো দায়িত্ব পালন করছে না। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) নামের এই সরকারি সংস্থাটির গাফিলতির কারণে শিল্পকারখানাগুলো দক্ষ ও প্রশিক্ষিত লোক পাচ্ছে না। এ জন্য তাদের ভারী যন্ত্রপাতি চালাতে বাধ্য হয়ে বিদেশ থেকে উচ্চ বেতনে অভিজ্ঞ লোক আনতে হচ্ছে।


বিটাকের জন্ম ১৯৭২ সালে। আগামী বছর, অর্থাৎ ২০২২ সালে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করতে যাচ্ছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থা। অনেক প্রত্যাশা নিয়ে বিটাক প্রতিষ্ঠা করা হলেও গত পাঁচ দশকে এটি সারা দেশে মাত্র চারটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনে সক্ষম হয়েছে। এসব কেন্দ্রে ক্ষুদ্র ও ভারী যন্ত্রপাতি পরিচালনা শেখানো হয়। একই সঙ্গে আমদানি বিকল্প যন্ত্রাংশও তৈরি হয়। তবে দুটিই প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও