বাংলাদেশে রফতানির জন্য জানুয়ারিতে উৎপাদনে আসছে ঝাড়খন্ডে আদানির বিদ্যুৎকেন্দ্র
ভারতের ঝাড়খণ্ডে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে আদানি পাওয়ার লিমিটেড। জানুয়ারিতেই উৎপাদনে আসছে বিদ্যুৎকেন্দ্রটি। চুক্তি অনুযায়ী সচল হওয়ার পর কেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুৎ দেশে আমদানি করা হবে।
প্রধানত উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ও লো ভোল্টেজের সমস্যা নিরসনের উদ্দেশ্য থেকে এ বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছিল সরকার।এজন্য সীমান্ত থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘ একটি সঞ্চালন লাইনও এরই মধ্যে নির্মাণও করা হয়েছে।অন্যদিকে আমদানীকৃত এ বিদ্যুৎ উত্তরাঞ্চলের জেলাগুলোয় বণ্টনের জন্য প্রয়োজনীয় সঞ্চালন লাইন নির্মাণের কাজ এখনো তেমন একটা এগোয়নি।
সর্বশেষ গত মাসের শেষ দিকে প্রকল্পের একাংশের ঠিকাদার নিয়োগের চুক্তি সম্পন্ন করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। আরেক অংশেরও এখনো কাজ শুরুই হয়নি।