উচ্চমূল্যের কারণে কমেছে মার্কিন কৃষিপণ্য রফতানি
সরবরাহ ঘাটতি ও কয়েক বছরের মধ্যে মূল্যের সর্বোচ্চ সূচক স্পর্শের পরও বিশ্বব্যাপী কৃষিপণ্যের চাহিদা বেশ বাড়তি। তবে সাম্প্রতিক সময়ে কিছু পণ্যের ক্ষেত্রে রফতানির পরিমাণ কমে আসা প্রমাণ করে যে মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে কিছু মার্কিন পণ্য কীভাবে বাজারে সংকট তৈরি করে। সম্প্রতি মার্কিন কৃষিপণ্যের রফতানি মূল্য নতুন রেকর্ড স্পর্শ করলেও গম, সয়াবিন ও তুলা এক্ষেত্রে পিছিয়ে পড়েছে।
বর্তমান মার্কিন সরকার কৃষিপণ্যের এ উচ্চমূল্যের দুর্বলতাকে বজায় থাকতে সাহায্য করছে। তবে এ পরিস্থিতি বেশি দিন ধরে চলমান থাকলে রফতানিতে ঘাটতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অক্টোবরে বিশ্বব্যাপী মার্কিন কৃষি ও কৃষিসম্পর্কিত পণ্যে রফতানির পরিমাণ ছিল ১ হাজার ৯০৮ কোটি ডলার। মাসিক ভিত্তিতে এটি যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পরিমাণ।