মালয়েশিয়ার শ্রমবাজার: এ মাসেই সিদ্ধান্ত চূড়ান্তের আসা মন্ত্রীর
তিন বছর বিরতির পর বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার নীতিগত সিদ্ধান্তে মালয়েশিয়া সরকারের অনুমোদনের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের আশা এ মাসের মধ্যে এটি চূড়ান্ত হবে।
শ্রমবাজার খোলার সম্ভাবনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি তো আশা করেছিলাম আরও এক মাস আগে। তখন যেহেতু হয়নি, এবার হয়ত এ মাসের মধ্যেই একটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যেতে পারে।“শুক্রবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ থেকে আবার শ্রমিক নেওয়ার সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয় বলে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে ফোনে জানিয়েছেন বলে জানান ইমরান আহমেদ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বৈদেশিক শ্রমবাজার
- ইমরান আহমদ