আর কত প্রাণ ঝরলে নিরাপদ হবে সড়ক, প্রশ্ন স্বজনহারাদের
বিশৃঙ্খলা সড়কে একের পর এক শিক্ষার্থীর প্রাণহানি; দ্বারে দ্বারে ঘুরে ক্ষতিপূরণ বা বিচার না পাওয়া; এবং সরকারের উদাসীনতায় হতাশ তাদের স্বজনরা। তাদের প্রশ্ন, সড়কে আর কত প্রাণ ঝরলে সরকারের টনক নড়বে।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তারা এ প্রতিক্রিয়া জানান।
২০১৮ সালে ৩ আগস্ট মগবাজার-মৌচাক ফ্লাইওভারের গোড়ায় ঢাকা-সাতক্ষীরাগামী বাসের ধাক্কায় প্রাণ হারান মটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (২৭)।
তার বাবা শাহজাহান আলী ছেলের ছবিসহ পেপারকাটিং নিয়ে শহীদ মিনারে এসেছেন। তিনি জানান, ওই ঘটনায় বাসের চালককে গ্রেপ্তার করা হলেও বিচার হয়নি; কয়েক মাসের মধ্যেই চালক জামিন নিয়ে ছাড়া পেয়ে যান।