এক চার্জে ৩০ ঘণ্টা চলবে হেডফোন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ১৮:১৩
অবসর কাটাতে গান যাদের নিত্যসঙ্গী তাদের কাছে হেডফোনের গুরুত্ব অনেক বেশি। ঘরে বাইরে মোবাইলের সঙ্গে ইয়ারফোন ব্যাগে রাখেন অনেকেই। গান শোনার পাশাপাশি কথা বলতেও কাজে লাগে যন্ত্রটি। তবে বাড়িতে বসে কানে হেডফোন লাগিয়ে গেম খেলা থেকে শুরু করে সিনেমা দেখা, গান শোনা সবই চলতে থাকে।
যারা ঘন ঘন হেডফোন বদলাতে ভালোবাসেন তারা বাজারের খবরও রাখেন বেশি। হেডফোন প্রেমীদের জন্য গত ৯ ডিসেম্বর
ভারতীয় বাজারে লঞ্চ হলো ফিলিপসের ওভার ইয়ার ওয়্যারলেস হেডফোন Philips TAH6506BK। হেডফোনটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (এএনসি) ফিচারের সঙ্গে এসেছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- হেডফোন
- বিশেষ হেডফোন