![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fashes-wags-20211210181601.jpg)
খেলা দেখতে গিয়ে দর্শকদের মারামারি দেখলেন লিয়ন-রুটদের স্ত্রীরা
চলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার জমজমাট অ্যাশেজ সিরিজের খেলা। ব্রিসবেনের গ্যাবায় মাঠে খেলছেন ক্রিকেটাররা। আর মাঠের বাইরে থেকে তাদের সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন স্ত্রী-প্রেমিকারা।
তবে বৃহস্পতিবার স্বামী-প্রেমিকদের খেলা দেখতে গিয়ে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মারামারিও দেখে ফেলেছেন নাথান লিয়ন, জো রুটদের সঙ্গিনীরা। মারামারির ঘটনায় মাঠ থেকে ১৩ জন দর্শককে বেরও করে দেওয়া হয়েছে।