বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলা, নিহত সরকার সমর্থিত দলের ১৪ সদস্য
পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় সরকার সমর্থিত দলের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলে স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে।
দেশটির নিরাপত্তা ইস্যুতে সরকারের ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছুদিন ধরে সমালোচনার মুখে পড়েছেন বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট রোক মার্ক কাবোরে। আর এর ফলেই এখন পর্যন্ত প্রায় হাজারের মত মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে ১০ লাখের বেশি মানুষ আর এরফলে সৃষ্টি হয়েছে মানবিক সংকটের।