জাওয়াদের প্রভাব: নোয়াখালীতে ২৩ হাজার হেক্টর ফসলের ক্ষতি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা ৩ দিন বৃষ্টি ও ঝড়ো বাতাসে নোয়াখালীর হাতিয়া ও সূবর্ণচর উপজেলার নিম্নাঞ্চলের ফসলের মাঠ তলিয়ে গেছে। এতে এ দুই উপজেলায় ২৩ হাজার ৬৫ হেক্টর ধান ও রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়।
ক্ষতিগ্রস্ত উপজেলার মধ্যে হাতিয়ায় ১৯ হাজার ৯৯৫ হেক্টর এবং সুবর্ণচরে ৩ হাজার ৭০ হেক্টর ফসল রয়েছে। হাতিয়া ও সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছে।
হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় রোপা আমনের চাষ হয় ৬৮ হাজার ৫১ হেক্টর, তরমুজ ৮ হেক্টর, খেসারীর ডাল ২৪ হাজার ৯০০ হেক্টর, শীতকালীন শাক-সবজি ১৩ হাজার ২০০ হেক্টর, সরিষা ২০ হেক্টর, মাসকলাই ২০ হেক্টর, বোরো বীজতলা ১২৩ হেক্টর। এরমধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা ৩ দিন বৃষ্টিপাতের কারণে ৬ হাজার ৭৫০ হেক্টর রোপা আমন, তরমুজ ৫ হেক্টর, শীতকালীন শাক-সবজি ৭৪২ হেক্টর, সরিষা ২০ হেক্টর, মাসকলাই ৭ হেক্টর, খেসারী ১২ হাজার ৪৫৬ হেক্টর, বোরো বীজতলা ১৫ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়।