কেউ কল রেকর্ড করছে কি না বুঝবেন যেভাবে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ১৪:১৩
কল রেকর্ড করা এখন খুব স্বাভাবিক ব্যাপার অনেকের কাছে। কিছু কিছু মোবাইলে এখন অটো কল রেকর্ডিং থাকে। আবার বিভিন্ন থার্ট পার্টি অ্যাপের মাধ্যমেও এই কাজটি করা যায়। জরুরি কথা রেকর্ড করার প্রয়োজন পড়ে অনেক সময়।
তবে কল রেকর্ড করে রাখার যেমন সুবিধা রয়েছে তেমনি রয়েছে অসুবিধাও। অনুমতি ছাড়াই কল রেকর্ড করে তা দিয়ে ব্লাকমেইল করার ঘটনা অহরহ ঘটছে। সম্মান ক্ষুণ্ণ করতে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমগুলোতে। এতে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছেন সেই ব্যক্তি, সঙ্গে তার পরিবার এবং সমাজও।