বদলে যাচ্ছে আলুটিলা, মাউন্টেন ট্যুরিজমের সম্ভাবনা

বাংলা ট্রিবিউন খাগড়াছড়ি সদর প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ২১:২৪

পর্যটকদের আকর্ষণ বাড়াতে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। ফলে বদলে যাচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের রূপ। আগামীতে আলুটিলায় বিনোদনের পাশাপাশি বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ ফুট ওপরে পর্যটন কেন্দ্র আলুটিলার অবস্থান। এই পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি শহর, নদী, সর্পিল রাস্তা, পাহাড় ও সবুজ গাছপালা দেখে যায়। পর্যটন এলাকায় রয়েছে প্রাকৃতিক গুহা ও ঝরনা। ১৯৮৩ সালে খাগড়াছড়িকে জেলা ঘোষণার পর শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে আলুটিলা পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। এটির দেখাশোনা করছে জেলা প্রশাসন। এই পর্যটন কেন্দ্রে প্রতি মাসে গড়ে ৫০ হাজার পর্যটক ভ্রমণ করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও