কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমিনবাজারে ৬ শিক্ষার্থী হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

ডেইলি স্টার হাইকোর্ট প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ১৭:১০

সাভারের আমিন বাজারে ৬ ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩ আসামির ডেথ রেফারেন্সসহ মামলার নথি হাইকোর্টে পৌঁছেছে। হাইকোর্টের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা রায়সহ মামলার নথি হাইকোর্টে নিয়ে এসেছেন। হাইকোর্ট এখন মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য কাগজপত্র তৈরি করবে।


নিম্ন আদালত যদি কোনো মামলায় কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়, তবে মৃত্যুদণ্ড নিশ্চিত করার আগে হাইকোর্ট যুক্তি শুনানির মাধ্যমে সেই রায় পরীক্ষা করে। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) বিধান অনুযায়ী মামলার নথি ও রায় নিম্ন আদালত থেকে হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে পৌঁছায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও