মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রিত ব্যবসা নিষিদ্ধ করবে মেটা

প্রথম আলো মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:৫১

মিয়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সব ব্যবসা কার্যক্রমকে নিজেদের প্ল্যাটফর্মগুলোতে নিষিদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড। গতকাল বুধবার প্রতিষ্ঠানটি জানায়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর আগের নিষেধাজ্ঞার সম্প্রসারণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর রয়টার্সের।


এর আগে গত ফেব্রুয়ারিতে টাটমাডোয়ের (মিয়ানমারের সামরিক বাহিনী) সঙ্গে যুক্ত সব সংস্থাকে তাদের প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত রাখার ঘোষণা দিয়েছিল মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। সামরিক বাহিনীকে অর্থায়নের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সুশীল সমাজের কাছ থেকে পাওয়া নথিপত্রের ওপর ভিত্তি করে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও