![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmadrasa-20211209054310.jpg)
প্রতিষ্ঠার ২০ বছর পর মাদরাসায় উড়লো জাতীয় পতাকা
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নে অবস্থিত বায়তুল মামুর নূরানি ও হাফেজিয়া মাদরাসা। ২০ বছর হয়েছে মাদরাসাটি প্রতিষ্ঠার। স্থানীয়রা জানান, প্রতিষ্ঠার পর এ মাদরাসায় কোনোদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পতাকা উত্তোলন