নিজ খরচে আইএসএসের পথে জাপানের শতকোটিপতি

বিডি নিউজ ২৪ জাপান প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:০৮

জাপানের শতকোটিপতি ইউসাকু মায়েজাওয়া রওনা হয়েছেন মহাকাশে। এক দশকের মধ্যে এই প্রথম কোনো ‘সাধারণ নাগরিক’ নিজ খরচে মহাকাশ পর্যটনে যাচ্ছেন।


কাজাখস্তানে রাশিয়ার কসমোড্রোম থেকে বুধবার বাংলাদেশ সময়ে বেলা ১:৩৮ মিনিটে সয়ুজ ক্যাপসুলটির উৎক্ষেপণ হয়ে সকাল সন্ধ্যা ৭:৪১ নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডক করার কথা রয়েছে।


‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ( আইএসএস)’-এ ১২ দিনের যাত্রায় মায়েজাওয়ার সঙ্গে যোগ দিচ্ছেন অভিজ্ঞ রাশিয়ান নভোচারী ও মিশন প্রধান আলেকজান্ডার মিসুরকিন, মায়েজাওয়ার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট এবং ভিডিওগ্রাফার ইয়োজো হিরানো। মহাকাশ স্টেশনের চারপাশে ভাসতে ভাসতে ফ্যাশন মোগল হিসেবে পরিচিত মায়েজাওয়ার ফুটেজ ধারণ করবেন হিরানো।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও