বিশ্বজিৎ থেকে আবরার: বিকৃত ছাত্র রাজনীতির শেষ কোথায়?
এতগুলো বছর পেরিয়ে যাবার পরেও ছবিগুলো আমাদের মানসপটে ভেসে ওঠে। নতুন করে ছবি না দেখেই লিখছি।
অপুষ্টিতে ভুগছে এমন একটি রোগা ছেলে মৃত্যুর হাত থেকে পার পাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। রক্তে ভিজে গেছে তার শার্ট আর সস্তা গাঢ় রঙের ট্রাউজার। দৌড়ে বাঁচার জন্য এক পা ফেললেও সামনে এগোনোর পথ নেই। খুনিরা চাপাতি নিয়ে চারপাশ থেকে ঘিরে ধরেছে।
হাত তুলে সে চাপাতির কোপ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে।
ছেলেটি বিশ্বজিৎ। পেশায় দর্জি। সেদিন সে পুরান ঢাকার রাস্তায় একা দাঁড়িয়ে ছিল। বাংলাদেশ ছাত্রলীগের সদস্যরা তাকে জামাত-শিবিরের কর্মী ভেবে হত্যা করে।