![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbama-20211208174255.jpg)
একাধিক প্রতিষ্ঠান থেকে কাঁচামাল কেনার সুযোগ চায় বিএএমএ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:৪২
একাধিক প্রতিষ্ঠান থেকে ফসলের কীটনাশক আমদানির সুযোগ, আমলাতান্ত্রিক জটিলতা কমানোসহ চার দাবি জানিয়েছে বাংলাদেশ এগ্রোক্যামিকেলস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএমএ)।
তাদের অন্য দাবিগুলো হলো- এলডিসি কান্ট্রি হিসেবে কোনো প্যাটেন্ট প্রোডাক্ট বাংলাদেশে প্রযোজ্য না করা ও উৎপাদিত পণ্য আমদানিকারকদের কাঝে বিক্রি করতে যে বাধা আছে তা দূর করা।