শুঁড়ে পেঁচিয়ে নদীতে আছড়ে ফেলল হাতি, প্রাণ বাঁচল এক ঘণ্টা সাঁতরে

www.tbsnews.net প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:৩০

শুঁড়ে তুলে এক যুবককে নদীতে আছড়ে ফেলেছিল হাতি। এরপর নদীর পাড়েই ঠায়ঁ দাঁড়িয়েছিল হাতিটি। হাতির হাত থেকে বাঁচতে শীতের রাতে প্রায় এক ঘণ্টা নদীতে সাঁতার কেটে রক্ষা পান সেই যুবক।


ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শিলাবতী নদীতে। 


গত সোমবার রাত ৯টার দিকে বাবা ধীরেনের সঙ্গে শিলাবতীতে মাছ ধরতে গিয়েছিলেন পিন্টু গুড়িয়া। সেই সময় দলছুট একটি হাতির সামনে পড়ে যান তারা। ধীরেন ছুটে পালিয়ে গেলেও পিন্টুকে শুঁড়ে জড়িয়ে নদীর পানিতে আছড়ে ফেলে হাতিটি। আহত পিন্টু রক্তাক্ত অবস্থায় নদীতে পড়ে থাকেন।  



হাতিও ছাড়বার পাত্র নয়। কখনও পাড়ে দাঁড়িয়ে, কখনও পানিতে কিছুটা নেমে চিৎকার করতে থাকে। পিন্টুও নদীতে এদিক-ওদিক সাঁতরাতে থাকেন। ঘণ্টাখানেক পরে হাতি অন্যত্র সরে গেলে পানি থেকে উঠে কোনও রকমে বাড়িতে যান পিন্টু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও