চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন ৪৮ জন
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদের ৪৭ জনই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। চতুর্থ ধাপে ৪৮ জন চেয়ারম্যানসহ ২৯৫ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এদের মধ্যে ১১২ জন সংরক্ষিত সদস্য ও ১৩৫ জন সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব আসাদুজ্জামান এ তথ্য জানান।
গতকাল (সোমবার) ছিল এই ধাপের প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর এ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪ জন, সংরক্ষিত সদস্য নয় হাজার ৫১৩ জন ও সাধারণ সদস্য ৩০ হাজার ১০৬ জন। এর আগে প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।