হাফ পাসের প্রজ্ঞাপন দাবিতে সংসদে স্মারকলিপি দেবে শিক্ষার্থীরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ২০:২৯
গণপরিবহনে হাফ পাস ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে সংসদ ভবন কার্যালয়ে স্মারকলিপি দেবে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে সংসদ অভিমুখে যাত্রার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি সফল করতে পারেনি শিক্ষার্থীরা।
তবে, পরবর্তী কর্মসূচি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আন্দোলনরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম খান নিলয় বিজ্ঞপ্তিতে বলেন, আগামীতে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করবো। যদি দ্রুত নিরাপদ সড়ক ও হাফ পাস নিশ্চিতে প্রজ্ঞাপন জারি না হয়, তবে সারাদেশে আবারও একযোগে আন্দোলনের ঘোষণা দেবো আমরা।