![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Ff417b57d-688c-4746-888b-fc71d7ae4b8e%252FMurad_Hassan.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
মুরাদ হাসান এখনো পদত্যাগ করেননি, দপ্তরেও আসেননি
প্রথম আলো
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ১২:২৫
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ পদত্যাগ করেননি। একই সময় পর্যন্ত তিনি তাঁর দপ্তরেও আসেননি। তাঁর দপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে এসব তথ্য জানান।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দপ্তরের ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার মুরাদ হাসান চট্টগ্রামে গেছেন। এর পর থেকে তাঁর সঙ্গে আর কোনো কথা হয়নি। মুরাদ হাসান এখন কোথায় আছেন, তা তিনি জানেন না।