ময়লাবাহী গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নিহত হওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে পরিবহন বিভাগের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়টি উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনের তথ্য অনুসারে, দুর্নীতি করতে পরিবহন বিভাগের কর্মকর্তারা অনেক ক্ষেত্রে তথ্য গোপন করেন। গাড়ি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে পরিবহন বিভাগের মহাব্যবস্থাপকের অনিয়মের তথ্যও পেয়েছে তদন্ত কমিটি। এমন পরিস্থিতিতে কমিটি বলেছে, পরিবহন বিভাগকে নতুন করে ঢেলে সাজানো না হলে ময়লার গাড়ির চাপায় সড়কে দুর্ঘটনা ঘটতেই থাকবে।
দক্ষিণ সিটির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এসব বিষয় নিশ্চিত করেছেন। তাঁরা বলছেন, তদন্ত কমিটি জানতে পেরেছে, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মো. হারুন মিয়া নামে ময়লাবাহী গাড়ির যে চালককে কর্মচ্যুত করা হয়েছে, তিনি আসলে সিটি করপোরেশনের নিয়োগপ্রাপ্ত কোনো কর্মীই নন। হারুন নিজেও বিষয়টি কমিটির কাছে স্বীকার করেছেন।
You have reached your daily news limit
Please log in to continue
দুর্নীতি, অনিয়ম সবই হয় পরিবহন বিভাগে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন