বজ্রপাত ঝুঁকিতে বাংলাদেশ, করণীয় কী?
অত্যন্ত মর্মান্তিক ঘটনা হলো এবছর আগস্টে চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে একসাথে ১৭ জনের মৃত্যু হয়। তারা সকলে বিয়ের বরযাত্রী হিসেবে যাচ্ছিলেন এবং বৃষ্টির কারণে নদীর ধারে আশ্রয় নিয়েছিলেন। এপ্রিলে সুনামগঞ্জের ৪ উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন ৪ কৃষক। এর আগে ২০১৬ সালের মে মাসে মাত্র দুই দিনে বজ্রপাতে ৮১ জনের মৃত্যু হয়েছিল।
বজ্রপাতের কারণে বাংলাদেশে ঠিক কত মানুষের মৃত্যু হয় তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে পত্রিকার খবর, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সংগৃহীত তথ্য থেকে ধারণা করা যায় এই সংখ্যা গড়ে প্রতি বছর ১৫০-২০০। বজ্রপাতে প্রাণহানির সংখ্যার বিচারে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম।