ভিড় দেখে বোঝার উপায় নেই, ওমিক্রনের ভয় বাড়ছে

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ০৭:৩৪

কোভি়ড বিধি-নিষেধ শিথিল হওয়ার পর থেকেই করোনাকালের প্রয়োজনীয় সচেতনতাও অনেকটাই শিথিল হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। কোথাও কোথাও কোথাও তা প্রচণ্ড উদ্বেগের চেহারাও নিয়েছে। যেমন, কোচবিহারের রাস উৎসব থেকে শুরু করে বহমপুরের ভৈরব শোভাযাত্রা বা বেলডাঙায় কার্তিক পুজোর সময় মানুষের ভিড় উপচে পড়েছিল রাস্তায়। খুব কম মানুষের মুখেই মাস্ক ছিল। হুগলি, মেদিনীপুর, বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লোকাল ট্রেন চালু হওয়ার পরে কোনও কোনও সময় ভালই ভিড় হচ্ছে। সব মিলিয়ে নানা জায়গায় ভিড় দেখে বোঝার উপায় নেই, ওমিক্রন ভারতে পৌঁছে গিয়েছে।


এখানেই উদ্বেগে রয়েছেন চিকিৎসকেরা। তাঁরা বলছেন, ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা বেশি। কিন্তু অনেক জেলাতেই যেহেতু এখন কোভিড রোগীর সংখ্যা কম, এমনকি, কোভি়ড হাসপাতালগুলিতেও রোগী প্রায় নেই বললেই চলে, তাই সাধারণ মানুষের মন থেকে ভয় অনেকটা কমে গিয়েছে। চিকিৎসকদের সংগঠন আইএমএ-র মুর্শিদাবাদ জেলার সম্পাদক রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘করোনা ভাইরাস যখন প্রথন এসেছিল, তখন যে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়েছিল, এখন তা-ই নিতে হবে।’’ তাঁর কথায়, ‘‘মানুষ দীর্ঘ কাল লকডাউনে ঘরে বসে অস্থির হয়ে পড়েছেন। কিন্তু তাঁদের বোঝাতে হবে, বিপদ এখনও কাটেনি।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও