তৃণমূল তালিকায় নাম নেই, তারপরও মিলেছে আ.লীগের মনোনয়ন

প্রথম আলো প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ২১:৩০

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯টিতেই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তৃণমূলের তালিকায় নাম না থাকা ব্যক্তিরা। এ নিয়ে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে আলোচনা–সমালোচনা চলছে। তৃণমূলের তালিকার বাইরে থেকে মনোনয়ন পাওয়া ব্যক্তিরা স্থানীয় সাংসদ মুহাম্মদ শফিকুর রহমানের অনুসারী বলে দাবি একটি পক্ষের।


আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ফরিদগঞ্জের ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার রাতে এসব ইউপিতে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, তৃণমূল থেকে চেয়ারম্যান পদে যে তালিকা পাঠানো হয়েছে, তা বাস্তবায়িত না হওয়ায় দলের ভেতর বিভেদ ও সাংর্ঘষিক অবস্থা তৈরি করবে। নির্বাচনেও এর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও