ই-কমার্সে আস্থা ফেরাতে যেভাবে এগোচ্ছে সরকার
দেশের ই-কমার্স খাতের ওপর দিয়ে বড়সড় ঝড় গেলো বলা যায়। যার ধাক্কা লেগেছে ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনাতেও। তাই ই-কমার্সের প্রতি মানুষের আস্থা ফেরাতে উদ্যোগী হয়েছে সরকার। এখন থেকে বড় কোনও অনিয়ম না হলে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া আকস্মিক অভিযানে যাবে না আইনশৃঙ্খলা বাহিনী।
ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলোর তদন্ত শেষ করে দ্রুত অভিযোগপত্র প্রদানের তাগিদও দিচ্ছে সরকার। অন্য প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে কাজ করছে বাণিজ্য, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া ই-কমার্স নীতিমালার বিষয়ে বিভিন্ন সেক্টর থেকে মতামত চাওয়া হচ্ছে। এ বিষয়েও দ্রুত একটি সিদ্ধান্তে আসার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।