You have reached your daily news limit

Please log in to continue


অমির সব নাটকে পলাশ কেন?

কাজল আরিফিন অমি ও জিয়াউল হক পলাশ নাম দুটি যেন একে অন্যের পরিপূরক। এ পর্যন্ত পলাশ যতগুলো নাটকে অভিনয় করেছেন তার সিংহভাগই অমির পরিচালিত। আবার অন্যভাবে বলা যায় অমির পরিচালায় প্রায় সবগুলো নাটকেই থাকেন পলাশ।

দুজনের জুটিতে তুমুল জনপ্রিয়তা পায় ‘ব্যাচেলর পয়েন্ট’। গত কয়েক বছরে কোনো নাটক এতটা জনপ্রিয়তা পায়নি। এই নাটকে পলাশের করা ‘কাবিলা’ চরিত্রটি এখনো দর্শকের মুখে মুখে। নাটকের ‘কাবিলা’র ভিড়ে যেন নিজের আসল নামটিই হারিয়ে ফেলেছেন পলাশ! নতুন বছরের শুরু থেকেই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন অমি-পলাশ জুটি। ‘ব্যাচেলর পয়েন্ট সিজন: ৪’ দিয়ে আবারও দর্শকদের মাতাতে প্রস্তুত দুজন। এর আগে চলতি মাঝের মাঝামাঝিতে নাটকটি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলবেন অমি। দেবেন এ সংক্রান্ত বিশেষ একটি সারপ্রাইজও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন