![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpriyanka-sarkar-20211204211435.jpg)
প্রিয়াঙ্কার অস্ত্রোপচার সফল, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে
কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। এসময় এক মাতাল বাইক চালক ঢুকে পড়ে সেটে। প্রিয়াঙ্কাকে ধাক্কা মারলে গুরুতর আহত হন অভিনেত্রী। ভেঙে যায় তার পায়ের হাড়।
সবশেষ খবর, প্রিয়াঙ্কার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার করে বসানো হয়েছে প্লেট। তিনি এখন আপাতত স্থিতিশীল। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।