![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567604582.jpg&path=/uploads/news/2021/Dec/04/1638606005965.jpg&width=600&height=315&top=271)
মেয়েকে ট্রোল করলে সহ্য করব না: অভিষেক
বচ্চন খানদানের সবচেয়ে ছোট সদস্য আরাধ্য বচ্চন। ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র সন্তান সে। তারকা বাবা-মায়ের সন্তান হওয়ার সুবাদে সবসময় পাপারাজ্জিদের নজর থাকে আরাধ্যর দিকে। কিন্তু আশ্চর্যজনক বিষয়টি হলো- এই ছোট্ট বয়সেই নানা কারণে নেটিজেনদের ট্রোলের শিকার হতে হয়েছে তাকে। বিশেষ করে তার হাঁটা নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি।
এইতো কিছুদিন আগে ১০ম জন্মদিনের কেক কেটেছে আরাধ্য বচ্চন। বিশেষ এই দিনটি উদযাপনের জন্য বাবা-মায়ের সঙ্গে মালদ্বীপ গিয়েছিল আরাধ্য। আর সেখান থেকে ফেরার পথে বিমানবন্দরে তাকে ক্যামেরাবন্দি করে আলোচিত্রীরা। আর সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই ফের একবার তার হাঁটা নিয়ে ট্রোল হতে হয় তাকে।