![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632558382405.jpg&path=/uploads/news/2021/Dec/04/1638604770695.jpg&width=600&height=315&top=271)
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। শনিবার (০৪ ডিসেম্বর) ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, যা থেমে থেমে অব্যাহত রয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঝড়ের প্রভাবে মোংলা বন্দরের পশুর নদীতে দুপুরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধি পেয়েছে। ঝড়ের আশঙ্কায় ভয়ে ও চিন্তায় রয়েছে নদীর পাড়ের পরিবার ও নদীতে জীবিকা নির্বাহকারী মানুষগুলো।