![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_sports%2Fpublic%2Fimages%2F2021%2F12%2F04%2Fbd.jpg%3Fitok%3Dxv4bImPM)
সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তান
উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে ব্যাটিং নিতে ভুল করল না পাকিস্তান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে বেশ সাবধানী ব্যাটিং শুরু করেছে বাবর আজমের দল। দুই ওপেনার আবিদ আলী এবং আব্দুল্লাহ শফিকের সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে সফরকারীরা। প্রথম ৯ ওভার সামলেছেন বাংলাদেশের দুই পেসার—খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। দুজনে প্রথম স্পেলে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি পাকিস্তানকে। প্রথম ৯ ওভারে স্কোরবোর্ডে ৩৪ রান তুলেছে অতিথিরা। পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচটির একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে মুমিনুল হকের দল। দলে ফিরেছেন সাকিব আল হাসান এবং খালেদ আহমেদ।