কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রাগ অমিক্রন মহামারি এবং করণীয়

জাগো নিউজ ২৪ ড. মো. হাসিনুর রহমান খান প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২১, ০৯:৫৩

আলফা, বিটা, গামা, ডেল্টা, জিতা, ইটা, রিটা, থিটা, সাই, ফাই,পাই, কাই, কাপ্পা, ল্যামডা, ওমেগা, সিগমা, মিউ, নিউ, টাউ, রো, এপসাইলন, অমিক্রন এগুলো সব গ্রিক লেটার। বিজ্ঞানের উচ্চতর বিভিন্ন বিষয়ে এই অক্ষরগুলিকে কনস্ট্যান্ট বা ধ্রুব, কিংবা কখনো কখনো প্যারামিটার হিসেবে ব্যবহৃত হতে দেখেছি। গণিত এবং পরিসংখ্যানে এগুলি ব্যবহার হরহামেশাই চোখে পড়ে।


উচ্চতর বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের গণ্ডি পেরিয়ে আজ এই অক্ষরগুলির অনেকগুলি আবার সারা বিশ্বব্যাপী সাধারণ মানুষের কাছে ইতিমধ্যে করোনা মহামারীর কল্যাণে অনেক পরিচিতি লাভ করেছে। বিশেষত আলফা, বিটা, এবং ডেল্টা ভেরিয়েন্ট এর নাম এখন মুখে মুখে। এর বাইরে রয়েছে গামা। এবং সর্বশেষ যুক্ত হয়েছে অমিক্রন।


এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পাঁচটি ভেরিয়েন্ট অফ কন্সার্ন এর নামকরণ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও