মুক্তিযুদ্ধে দ্বিতীয় ওয়ার কোর্সের গৌরবময় ভূমিকা
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম কোর্স বা ‘পাইওনিয়ার কোর্সে’র বীরত্বপূর্ণ ও গৌরবময় ভূমিকার কথা ইতঃপূর্বে লিখেছি (যুগান্তর, ১৫.১১.২১)। এবার লিখছি দ্বিতীয় ওয়ার কোর্সের ভূমিকার কথা।
প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সের ৬১ জন গেরিলা ক্যাডেটের প্রশিক্ষণ চলাকালীনই মুক্তিযুদ্ধে আরও জুনিয়র নেতৃত্বের প্রয়োজনে জেনারেল ওসমানী ও প্রবাসী মুজিবনগর সরকার আরও ওয়ার কোর্স পরিচালনা করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ সরকার তা অনুমোদন করে।