ভাগ্যক্রমে বেঁচে যাওয়া আল আমিনের প্রতিক্রিয়া: বারবার বলেছিলাম, ডাকাত নই, তবু কথা শোনেনি
প্রথম আলো
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২১, ২২:৫৯
১০ বছর আগে সাভারের আমিনবাজারে স্থানীয় দুর্বৃত্তদের হাতে ৬ বন্ধুর মৃত্যু হলেও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন আল আমিন। দুর্বৃত্তদের লাঠির আঘাত ও ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত আল আমিন এখনো ঠিকমতো চলাফেরা করতে পারেন না। যাঁদের জন্য তাঁর জীবনের এই করুণ পরিণতি, তাঁদের সাজা হওয়ায় তিনি খুশি। আল আমিন এই মামলার তারকা সাক্ষী।