নিষ্কাশন ব্যবস্থা না রেখে রাস্তা নির্মাণ, ৭০০ একর জমি জলাবদ্ধ
কয়েক গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি রাস্তা নির্মাণের। দাবির পরিপ্রেক্ষিতে রাস্তাটি এখন দৃশ্যমান। রাস্তা নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। তবে কৃষকের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি।
পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বাসাইল-পাথরঘাটা সড়কের পাশের কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃষকের প্রায় ৭০০ একর জমি এখন নিমজ্জিত।