![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/07/30/win-microsoft-300721-01.jpg/ALTERNATES/w640/win-microsoft-300721-01.jpg)
উইন্ডোজ ১১’র টাস্কবার ও স্টার্ট মেনু বদলাচ্ছে মাইক্রোসফট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২১, ১৮:৩৭
গ্রাহকদের অনেকে অভিযোগ তুলেছিলেন, ব্যবহার উপযোগিতার বিচারে উইন্ডোজ ১০ থেকে পিছিয়েই আছে উইন্ডোজ ১১’র টাস্কবার। অসন্তোষ ছিল স্টার্ট মেনু নিয়েও। এবার খবর রটেছে, উইন্ডোজ ১১’র টাস্কবার ও স্টার্ট মেনুর প্রয়োজনীয় উন্নয়ন কাজ করছে মাইক্রোসফট।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে