বাংলায় লেখায় ফিরিয়ে দেওয়া হলো মন্ত্রীর চেক!

bangla.dhakatribune.com ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২১, ১৭:১১

পরে চেকটি ব্যাংক কর্তৃপক্ষ চেকটি নেয় বলে ফেসবুকের পোস্ট সম্পাদনা করে জানান মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, বাংলায় লেখার কারণে তার একটি চেক ব্যাংক থেকে ফেরত দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে তিনি একটি স্ট্যাটাস দেন। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। 


বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১১টা ৩৯ মিনিটে মন্ত্রী স্ট্যাটাসে লেখেন, ‘‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?’’


পরে অবশ্য তিনি পোস্ট সম্পাদনা করে জানান, “আজ সকালে এক‌টি চে‌কে আমি ‘ডিসেম্বর’ বাংলায় লি‌খে‌ছি বলে কাউন্টার থে‌কে চেক‌টি ফেরৎ দি‌য়ে‌ছিলো।  এরপর সব ঠিক হয়েছে। এটা আমাদেরই বাংলাদেশ। প্রমাণিত হলো ন্য়য়সঙ্গত প্রতিবাদ করলে জয়ী হওয়া যায়। সেই চেকের টাকা ভাঙানো হয়েছে। জয় বাংলা।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও