![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/12/02/110509qubbah_as_sakhra.jpg)
আল আকসার আঙিনায় কালজয়ী মুসলিম স্থাপত্যকীর্তি
ডোম অব দ্য রকের আরবি নাম ‘কুব্বাহ আস-সাখরা’। যার বাংলা অর্থ দাঁড়ায় পাথরের ওপর নির্মিত গম্বুজ। প্রাচীন জেরুজালেম শহরে অবস্থিত মুসলিম স্থাপত্যটি নির্মাণ উমাইয়া খলিফা আবদুল ইবনে মারওয়ান। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন মুসলিম স্মৃতিস্তম্ভ। ডোম অব দ্য রকে নামাজ আদায়ের সুযোগ থাকলেও মূলত এটি কোনো মসজিদ নয়। তবে তা রাসুলুল্লাহ (সা.)-এর স্মৃতিবিজড়িত আল-আকসা প্রাঙ্গণেই অবস্থিত। ধারণা করা হয়, মিরাজের রাতে মহানবী (সা.) যে পাথরের ওপর অবতরণ করেন সেই পাথরকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে গম্বুজটি এবং সে অনুসারেই তার নাম ‘কুব্বাহ আস-সাখরাহ’ রাখা হয়েছে।