২০ বছর ধরে পড়ে থাকা খুলনা নিউজপ্রিন্ট মিলে ব্যয় ৩৩ কোটি টাকা
বর্তমানে যাদের বয়স ৩০ বছর বা বেশি তাদের স্কুল জীবনের স্মৃতির সঙ্গে নিউজপ্রিন্ট শব্দটি ভালোভাবেই জড়িয়ে আছে। খুব পাতলা এই কাগজে তেল জাতীয় কোনো পদার্থ পড়লে পুরো পাতার সঙ্গে আরও কয়েক পাতা তা শুষে নিতো। কাগজ যেন ছিঁড়ে না যায় এ জন্য খুব যত্ন নেওয়া হতো। কখনো ভুলে কেউ খাতার মধ্যে তেল জাতীয় কিছু ফেললে শুরু হতো ঝগড়া বা কান্না। এমন বহু স্মৃতি এখনো অনেকের মনে গেঁথে আছে।
এই কাগজের দাম অফসেট বা প্রিন্টিং পেপারের চেয়ে অনেকটাই কম ছিল যা অনেক বাজেট-সচেতন, স্বল্প আয়ের বাবা-মাকে তাদের সন্তানদের জন্য নিউজপ্রিন্ট কিনতে উৎসাহিত করত। তবে বর্তমানে নিউজপ্রিন্ট আর এতটা সহজলভ্য নেই। যে মিল এই কাগজ তৈরি করত, তা গত দুই দশক ধরে বন্ধ।