You have reached your daily news limit

Please log in to continue


এক সফটওয়্যারে মদশূন্য দেশ!

দেশে মদের বাজারে বন্ডেড ওয়্যারহাউজগুলো মূলত কূটনীতিকদের জন্য শুল্কমুক্ত অ্যালকোহল আমদানি করে থাকে। তবে এই আমদানি যে প্রায়শই কূটনৈতিক পাসবুকের অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে হয়ে থাকে, তা কারও অজানা নয়।

অবশেষে, চলতি বছরের ২ জুলাই থেকে মদের ব্যবসা ডিজিটালাইজ করার মাধ্যমে এই বেআইনি ঘটনা বন্ধের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কিন্তু, যথারীতি এর বিরোধিতা করে আসছে ওয়্যারহাউজগুলো। সফ্টওয়্যারের ব্যবহার তাদের ক্লায়েন্টদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে, এমন ঠুনকো যুক্তিতে তারা একটি মামলাও করেছে।

এক তদন্তের মাধ্যমে রাজস্ব বোর্ড এই অবৈধ বাণিজ্যের উপর নতুনভাবে আলোকপাত করেছে। তদন্তে উঠে এসেছে, অ্যালকোহল আমদানিতে দেশে সর্বোচ্চ ৬০০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়, যা অযৌক্তিকভাবে অনেক বেশি। এটি কেবল ওয়্যারহাউজগুলোকে চোরাকারবারিদের সঙ্গে অবৈধ ব্যবসায় জড়িত হতে উৎসাহিত করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন