৯ দফা: বিআরটিএ ফটকে শিক্ষার্থীদের অবস্থান
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বনানীতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দপ্তরের সামনে অবস্থান নিয়েছে।
বনানী থানার ওসি নূরে আযম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের একটি দল ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিআরটি এ এর গেইটের সামনে বসে স্লোগান দিচ্ছে। “তাদের তিনজনের একটি প্রতিনিধি দল ভেতরে গেছে। আমরা বাইরে অবস্থান করছি।"
ঢাকার বাস মালিকরা মঙ্গলবার শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি কিছু শর্ত দিয়ে মেনে নেওয়ার ঘোষণা দিলেও আন্দোলনকারীরা বাকি দাবিগুলো মেনে প্রজ্ঞাপন জারির দাবিতে অনড় রয়েছেন।
বিআরটিএ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একজন বলেন, “বাস মালিক সমিতি যেভাবে হাফ ভাড়ার ঘোষণা দিয়েছে, এটা অযৌক্তিক। আমরা এই সিদ্ধান্ত মানি না। কারণ অনেক শিক্ষার্থী সকাল ৬টার দিকে বাসা থেকে বের হতে হয়। আবার অনেক রাতে ফিরতে হয়। তাছাড়া সারাদেশেওতো শিক্ষার্থী আছে। সারাদেশে এবং ২৪ ঘণ্টা অর্ধেক ভাড়ায় বাসে চলাচলের সুযোগ দিতে হবে শিক্ষার্থীদের।”