![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567604582.jpg&path=/uploads/news/2021/Nov/30/1638262208863.jpg&width=600&height=315&top=271)
আমি আর পারছি না, বিদায়!
হিন্দু ধর্মাবলম্বীদের দেবতাদের নিয়ে অশালীন মন্তব্যের কারণে এ বছরের শুরুতে গুজরাত থেকে গ্রেফতার করা হয়েছিলো কমেডিয়ান মুনাওয়ার ফারুকীকে। হিন্দু চরমপন্থী সংগঠনগুলোর রোষের মুখে পড়তে হয়েছিলো তাকে। আলোচিত সেই ঘটনার পর সম্প্রতি আরও একবার খবরের শিরোনামে এসেছে তার নামটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ভারতের এই কমেডিয়ান।
- ট্যাগ:
- বিনোদন
- অশালীন বক্তব্য
- কমেডি
- মুনাওয়ার ফারুকী