রাজপথে উত্তেজনা কেন বাড়ছে
রাজপথ এখন নানা ধরনের প্রতিবাদ মিছিল, অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ প্রকাশের ক্ষেত্র। শ্রমিকরা নেমেছেন তাদের চাকরি আর মজুরির দাবিতে, ছাত্ররা নেমেছে বাসে হাফ ভাড়া নিতে হবে এই দাবিতে আর বামপন্থি রাজনৈতিক দলসমূহ জনজীবনের নানা সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন তাদের কর্মসূচি পালন করছে। রাজনৈতিক দল রাজপথে তাদের দাবি-দাওয়া জানাবে এটাই স্বতঃসিদ্ধ ব্যাপার। এবং বাংলাদেশে বিশেষভাবে এটা বিরোধী দলের জন্য যেন অবধারিত। কারণ তাদের কথা বলার, দাবির কথা জনগণকে জানানোর, ক্ষমতাসীন রাজনৈতিক দলকে চাপ দেওয়ার আর তো কোনো পথ, পদ্ধতি এবং স্থান তো এখন আর নেই। স্বাধীনতার আগে ঢাকায় পল্টন ময়দান ছিল, রেসকোর্স ময়দান ছিল, রাজনৈতিক দলগুলো সেখানে সমাবেশ, জনসভা করে তাদের কথা বলত। কিন্তু তখনো বিক্ষোভ প্রকাশ করতেন রাস্তায় বা রাজপথে। বহুল প্রচলিত স্লোগান ছিল ‘গোলটেবিল না রাজপথ রাজপথ রাজপথ, দালালি না রাজপথ রাজপথ, রাজপথ’। অর্থাৎ আন্দোলন হতো প্রকাশ্যে আর দালালি হতো গোপনে বা টেবিলে। স্লোগানের মধ্য দিয়ে ফুটে উঠত রাজনৈতিক আকাক্সক্ষা আর জনসভায়, মিছিলে প্রকাশিত হতো প্রতিজ্ঞা। আন্দোলনকারীরা রাজপথের মিছিলে দেখাতেন তাদের শক্তি আর ক্ষমতাসীনরা দমন-পীড়ন চালিয়ে তাদের ক্ষমতার দম্ভ এবং শক্তির প্রকাশ ঘটাতেন। এখন ক্ষমতাসীনদের শক্তি প্রদর্শনের অনেক পথ এবং পদ্ধতিই ব্যবহৃত হচ্ছে। যদিও স্বাধীনতার পর থেকে ক্রমাগত জনসমাবেশ করার জায়গাগুলো বন্ধ করে দেওয়া এবং সংকুচিত করে ফেলা হয়েছে। তবু আন্দোলন করতে গেলে রাজপথই এখনো প্রধান ভরসার জায়গা।
- ট্যাগ:
- মতামত
- মিছিল
- রাজপথ
- অবস্থান কর্মসূচি